শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৩৮ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ১৯:৫৬ পিএম
গাজীপুরের শ্রীপুরে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে বেসরকারি ব্যাংকের এটিএম বুথের ভেতরে কিশোরীকে (১৪) ধর্ষণের মামলার আসামি লিটন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৭ জুন) ধর্ষণে অভিযুক্ত ধর্ষক লিটন মিয়াকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত লিটন মিয়া ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার ডুবাইল গ্রামের বাসিন্দা। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের একটি বাড়িতে ভাড়া থেকে একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, ওই কিশোরী একটি পোশাক কারখানায় চাকরি করেন। বেতনের টাকা তোলার সুবাদে এটিএম বুথের নিরাপত্তাকর্মীর লিটনের সঙ্গে তার পরিচয় হয়। লিটন তাকে বেশি বেতনে চাকরি দেওয়ার ব্যাপারে কথা বলার জন্য রবিবার সকালে ডেকে নিয়ে এটিএম বুথের ভেতরে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে কিশোরীর বাবা বাদী হয়ে নিরাপত্তাকর্মী লিটনকে আসামি করে মামলা করে।
কিশোরীর বাবা মামলার এজাহারে উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় একটি কারখানায় ৬ হাজার টাকা বেতনে চাকরি করে। ওই কারখানার পাশে এটিএম বুথ থেকে নিয়মিত টাকা উত্তোলন করত সে। একপর্যায়ে ওই বুথের নিরাপত্তাকর্মী লিটনের সঙ্গে পরিচয় হয়। লিটন তাকে এটিএম বুথের লাগোয়া কারখানাটিতে বেশি বেতনে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। গত রবিবার সকাল ৬টার দিকে লিটন মিয়া ভুক্তভোগীর বাবাকে ফোন করে। এ সময় ১২ হাজার টাকা বেতনে চাকরির ব্যাপারে কথা বলার জন্য তার মেয়েকে এটিএম বুথে পাঠাতে বলে। এরপর মেয়েটি সেখানে গেলে লিটন তাকে এটিএম বুথের ভেতরে থাই গ্লাস দিয়ে আটকানো নিরাপত্তাকর্মীর কক্ষে নিয়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে ফিরে তার বাবাকে ঘটনা জানায়।