ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৩৬ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ১৯:৫৬ পিএম
ময়মনসিংহে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সংশ্লিষ্ট মালিক ও কর্মচারীরা। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নগরীর চরপাড়া মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, নগরীর বিভিন্ন ক্লিনিকে সন্ত্রাসীরা চাঁদা দাবি করছে। এতে সাধারণ মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব চিহ্নিত চাঁদাবাজ ও হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল চরপাড়া থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, সহসভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক রেজাউল হক পাপ্পু, হাবিবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অর্থ সম্পাদক বাবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসসহ অ্যাসোসিয়েশনের অন্য নেতারা।
সম্প্রতি ময়মনসিংহ নগরীর বাঘমারায় একটি বেসরকারি হাসপাতালের মালিকের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেওয়ায় তাকে মারধর ও হাসপাতালের ভেতরে হামলা চালানো হয়। এতে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের মধ্যে। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধনের পাশাপাশি গত সোমবার জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপিও প্রদান করেছে সংগঠনটি।