× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে ঘুষের অভিযোগে এসআই বরখাস্ত

যশোর প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৩৪ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৫ ১৯:৫২ পিএম

যশোরে ঘুষের অভিযোগে এসআই বরখাস্ত

যশোরের চৌগাছা থানায় ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আশরাফ হোসেন নামের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত এসআই আশরাফ হোসেনকে প্রাথমিকভাবে যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরে সোমবার (১৬ জুন) পুলিশ সুপার রওনক জাহান তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

জানা গেছে, ২০২৪ সালের ১১ নভেম্বর চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মাসুম বিল্লাহ নামের এক কিশোর তার সহপাঠী এক কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে এসআই আশরাফ হোসেন মাসুম বিল্লাহকে না পেয়ে তার বাবা জাহিদুল ইসলামকে থানায় তুলে নিয়ে যান। ছেলেকে হাজির না করায় বৃদ্ধ জাহিদুল ইসলামকে থানায় দুদিন আটক করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছেলেমেয়েকে হাজির করে দুই পরিবারের মধ্যে মীমাংসা করে নেয়। কিন্তু পালিয়ে যাওয়া ছেলে ও মেয়েকে থানায় হাজির না করলে জাহিদুল ইসলামকে ছেড়ে দিতে পারবে না বলে জানিয়ে দেন এসআই আসরাফ। ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার পর জাহিদুল ইসলামকে মুক্তি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

গত ৫ এপ্রিল মসিয়ূরনগর বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেন এসআই আশরাফ। এদের মধ্যে দুজন ক্রেতা এবং একজন বিক্রেতা ছিল। অভিযোগ রয়েছে, মোটা অঙ্কের ঘুষ নিয়ে ইয়াবা বিক্রেতাকে ছেড়ে দিয়ে কেবল দুই ক্রেতাকে আটক দেখানো হয়। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, এসআই আশরাফের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো প্রাথমিক তদন্তে সত্য প্রমাণিত হওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে চৌগাছা থানার এসআই আশরাফ হোসেন বরখাস্তের সত্যতা স্বীকার করে বলেন, আমার কিছু বলার নেই। পত্রিকায় লিখলে আমার লাভ হবে না, আর ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রহুল আমিন বলেন, এসআই আশরাফ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা