গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৯:৩২ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫ ১৯:৫১ পিএম
গোপালগঞ্জ সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে রোপা আমনের বীজ ও সার, লেবু ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোকতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আ. কাদের সরদার।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেএম লোকমান হাকিম। আলোচনা সভায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার ছাড়াও উপস্থিত ছিলেনÑ বিএডিসির উপপরিচালক সঞ্জয় দেবনাথ, নির্বাহী প্রকৌশলী আজিজুল হক সুমন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বিধান রায় প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা ৪০০ প্রান্তিক কৃষকের হাতে ৫ কেজি রোপা আমনের ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমপি সার তুলে দেন। এ ছাড়া ৪০ জন কৃষকের মধ্যে ৫টি করে মোট ২০০টি উন্নত জাতের লেবুর চারা এবং সদর উপজেলার ১২০টি প্রতিষ্ঠানে ৫টি করে মোট ৬০০টি উচ্চফলনশীল নারিকেল চারা বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, এই প্রণোদনার মাধ্যমে ৪০০ কৃষক প্রায় ৪০০ বিঘা জমিতে রোপা আমন আবাদ করবেন, যা উপজেলায় উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আরও বলেন, লেবু ও নারিকেলের চারাগুলো কৃষক ও প্রতিষ্ঠানগুলো বাড়ির আঙিনা ও খালি জায়গায় রোপণ করবে, এখান থেকে উৎপাদিত লেবু কৃষকের পারিবারিক চাহিদা পূরণ করবে। বাড়তি লেবু তারা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। এ অনুষ্ঠানে সদর উপজেলার ১২০টি প্রতিষ্ঠানে ৫টি করে ৬টি উচ্চফলনশীল নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এটি সদর উপজেলায় নারিকেলের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে।