× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁচামাল ব্যবসায়ীকে জিম্মি করে মারধর, মুক্তিপণ দাবি

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৮:৪৭ পিএম

ভুক্তভোগী ব্যবসায়ী মো. খোকন মিয়া।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. খোকন মিয়া।

ঢাকার আশুলিয়ায় এক কাঁচামাল ব্যবসায়ীকে জিম্মি করে মারধর ও চার লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. খোকন মিয়া আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগে বলা হয়, গত ৯ জুন রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার আমবাগান মনসুরনগর এলাকায় একটি বাড়িতে ডেকে নিয়ে খোকন মিয়াকে জিম্মি করে মারধর করা হয়। অভিযুক্তরা হলেন, জামালপুরের ইসলামপুর থানার পূর্ব হারিয়াবাড়ী এলাকার মো. ইসমাইল হোসেন (৫৫), তার ছেলে মো. সিফাত (২৫), ভাই মো. জলিল হোসেন (৪৫) এবং মো. আব্দুস সালাম (৪২)। তারা সবাই আশুলিয়ার আমবাগান মনসুরনগর এলাকার রনি নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া।

ভুক্তভোগী খোকন মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পানধোয়া এলাকায় বসবাস করে কাঁচামালের ব্যবসা করে আসছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. খোকন মিয়া জানান, গত ১৬ মে তার ভাতিজি সোনিয়া আক্তারের সঙ্গে অভিযুক্ত সিফাতের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিফাত প্রায়ই তার স্ত্রীকে মারধর ও মানসিক নির্যাতন করত। একপর্যায়ে ৯ জুন সকালে সোনিয়া নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে আসে। এ ঘটনার জেরে সেদিন রাতেই খোকন মিয়াকে তার বাসা থেকে ডেকে নিয়ে অভিযুক্তরা একটি কক্ষে আটকে রাখে এবং কাঠের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এ ছাড়া তাকে হুমকি দিয়ে বলা হয়, ভাতিজিকে তাদের কাছে না পাঠালে ৪ লাখ টাকা দিতে হবে। এ সময় তার পকেটে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরে রাত ২টার দিকে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পুলিশ পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা