× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ডুবল বালুভর্তি বাল্কহেড নৌকা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২৩:০১ পিএম

মেঘনায় ডুবল বালুভর্তি বাল্কহেড নৌকা

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনায় পাথর বোঝাই বাল্কহেডের ধাক্কার পর রেল সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে বালুভর্তি বাল্কহেড পানিতে তলিয়ে গেছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ৭টায় মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান।

এ ঘটনার পর ঘটনাস্থলে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

ওসি আরও জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে গিয়ে নৌকার মাঝিসহ কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের খবর দেওয়ার পর পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ডুবে যাওয়া বাল্কহেড নৌকাটি উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। যত দ্রুত সম্ভব বাল্কহেড নৌকাটি উদ্ধার করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, বাল্কহেড নৌকাটির নাম এমবি রিফাত-২। নৌকাটির মালিক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের সাজেদুর রহমান।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি পাথরবোঝাই বাল্কহেড মেঘনার ত্রি-বেণী সেতুর অদূরে একটি বালু বোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। পরক্ষণে নৌকাটি ডুবতে থাকে। এ সময় ইঞ্জিন চালু ছিল। ডুবন্ত অবস্থায় ধীরে ধীরে নৌকাটি চলতে চলতে ত্রি-বেণী সেতুর নিচ দিয়ে যাওয়ার মুহূর্তে পুরাতন আব্দুল হালিম রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। তখন একটি বিকট শব্দ হয়।

তাদের ভাষ্যমতে, নৌকাটির মধ্যে ফাটল দেখা দেয়। তখন আশুগঞ্জ প্রান্তে একটি সিমেন্ট বোঝাই জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে বাল্কহেডটি ডুবে যায়।

এ বিষয়ে আশুগঞ্জ প্রান্তে সিমেন্ট বোঝাই করা ট্রাকচালক স্বপন মিয়া বলেন, ‘বালু বোঝাই বাল্কহেডটি পাথর বোঝাই বাল্কহেডের ধাক্কা খেয়েও চলতে থাকে। এ সময় নৌকাটি মেঘনার ত্রি-বেণী সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় আবারও পুরাতন রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় নৌকাটির মধ্যে ফাটল দেখা দেয়। পরে নৌকাটি নতুন রেল সেতুর নিচ দিয়ে যাওয়ার মুহূর্তে নৌকার চালকসহ তিনজন নতুন রেল সেতুতে পিলারে লাফিয়ে নেমে যায়। যতটুকু দেখতে পেরেছি নৌকায় থাকা তিনজনই আহত হয়েছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মহিউদ্দিন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডুবে যাওয়া জায়গাটিতে চিহ্নিত করে রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা