ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২২:১৫ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ২২:১৬ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নে দিবালোকে সরকারি রাস্তার পাশ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ৫০টি আকাশমণি ও মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনার সময় গাছ রক্ষা করতে গিয়ে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের শিকার হয়েছেন সরকারি নিয়োগপ্রাপ্ত কেয়ারটেকার মোর্সেদা খাতুন। এ ঘটনায় তিনি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই দশক আগে উপজেলা এলজিইডি কর্তৃক মামারিশপুর-মল্লিকবাড়ী সড়কের ৯ নম্বর এলাকার দুপাশে প্রায় ৭ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় স্বপন মিয়ার স্ত্রী মোর্সেদা খাতুনকে।
মোর্সেদা খাতুন জানান, ৯ নম্বর বাঁধ এলাকায় সরকারি সড়কের পাশে অবস্থিত একটি ফ্যাক্টরির সামনের প্রায় ৫০টি গাছ গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে কেটে নেয় স্থানীয় মো. সাদিক মিয়া ও মো. কামরুল খানসহ আরও কয়েকজন। গত ১১ জুন তিনি গাছ কাটতে বাধা দিলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখায় এবং হুমকি প্রদান করে। পরে তিনি ৯ নম্বর বাঁধ এলাকার আব্দুল আওয়ালের ছেলে মো. সাদিক মিয়া ও মান্নান খানের ছেলে মো. কামরুল খানের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি জানার পর ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ কাটা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামালের জিম্মায় রাখার নির্দেশ দেন।
তবে গত শুক্রবার সন্ধ্যায় সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, ইউপি সদস্যের জিম্মায় রাখা গাছগুলোও গায়েব।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোস্তফা কামাল বলেন, ‘কিছু গাছ আমার জিম্মায় রাখা হয়েছিল, কিন্তু গত বৃহস্পতিবার রাতে চোরেরা সেগুলো চুরি করে নিয়ে গেছে। আমি ইউএনও স্যারকে জানিয়েছি।’
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পাওয়ার পরই আমরা পুলিশ পাঠিয়েছি। যেহেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কেয়ারটেকার লিখিত অভিযোগ দিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’