প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২২:১১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ২২:১৮ পিএম
তিন জেলায় শনিবার (১৪ জুন) পানিতে ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। টাঈাইল, গোপালগঞ্জ ও খাগড়াছড়িতে এসব ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
টাঙ্গাইল : টাঙ্গাইলের ধনবাড়ীতে পানিতে ডুবে সাড়ে চার বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হচ্ছে উপজেলার যদুনাথপুরের মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব ইসলাম ও আমিনুল ইসলামের ছেলে আরাফাত হোসেন। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৭টার দিকে দুই শিশু সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি। পরে তাদের মরদেহ ভেসে ওঠে। এলাকাবাসী দেখতে পেয়ে তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ওসি এসএম শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সোহান শেখ নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সোহান কান্দি আমবাড়ি গ্রামের হামিম শেখের শিশুপুত্র। শনিবার বেলা ১১টার দিকে পরিবারের লোকজন সোহানকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণ করেন।
দীঘিনালা (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আরিয়ান (৮) নিখোঁজ হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবাখালী বাজার সংলগ্ন মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার জাকির হোসেনের ছেলে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে আরিয়ান মাইনি নদীতে লাকড়ি ধরার উদ্দেশ্যে নামলে প্রবল স্রোতে সে ভেসে যায়।
দীঘিনালা ইউএনও অমিত কুমার সাহা বলেন, ‘মাইনি নদীতে সকালে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা, রেড ক্রিসেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।’ এর আগে ৩০ মে মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।