× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীমার টাকা আদায়ের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২২:০৯ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২২:১৮ পিএম

বীমার টাকা আদায়ের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ মিছিল

খুলনার পাইকগাছায় বীমার টাকা আত্মসাৎকারী আমিরুল ইসলামের আটকের দাবিতে শত শত গ্রাহক বিক্ষোভ মিছিল করেছে। শনিবার (১৪ জুন) দুপুরে বেতবুনিয়া মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকোটমারী গ্রামের মৃত সওকত গাজীর ছেলে পোস্টমাস্টার আমিরুল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স পলিসির মাঠকর্মী। তিনি ভ্যাকোটমারী ও বেতবুনিয়া পতন আবাসনের (গুচ্ছ গ্রাম) আাছিয়া, মুসলিমা, আয়রা বেগমসহ শতাধিক মহিলা গ্রাহকের কাছ থেকে বেশি মুনাফার লোভ দেখিয়ে ১৬ বছর মেয়াদি বীমা করান। মেয়াদ শেষ হলেও গ্রাহকদের টাকা তুলে দিতে তালবাহানা শুরু করেন। উপায় না পেয়ে গ্রাহকারা চুকনগর বীমা অফিসে গিয়ে দেখেন, তাদের কিস্তির কিছু টাকা জমা দিয়ে বাকি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন আমিরুল ইসলাম।

বীমার টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিলে বক্তৃতায় আছিয়া বেগম বলেন, ‘প্রতি বছর আমাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়েছেন আমিরুল। কিন্তু আমরা অশিক্ষিত হওয়ায় আমাদের ভুয়া রিসিভ দিয়ে নিজে টাকা আত্মসাৎ করেছেন।’

মুসলিমা বেগম বলেন, ‘আমার বীমা ১৬ বছর পূর্ণ হয়েছে কিন্তু অফিসে টাকা তুলতে গিয়ে দেখি মাত্র ৫ কিস্তির টাকা জমা হয়েছে। বাকি টাকা মাঠকর্মী আমিরুল ইসলাম মেরে দিয়েছেন।’

বয়স্ক ফনি বিবি জানান, ‘আমি আমিরুলসহ বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে যে টাকা পাই, তা থেকে কিছু টাকা বাঁচিয়ে একটা বিমা করেছি। সেই টাকা আমিরুল অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। আমরা এখন কী করব? কার কাছে যাব? আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা