× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২২:০৭ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২২:১৯ পিএম

শিবগঞ্জে এক সপ্তাহে ৩ খুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কোরবানির ঈদের ছুটিতে গত এক সপ্তাহে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জমি-জায়গার বিরোধের জেরেই তাদের খুন করা হয়। গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক জনপ্রতিনিধিসহ আরও তিনজন। এসব ঘটনায় পৃথক-পৃথক ভাবে শিবগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত রবিবার খুন হয় শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৮)। গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের হোসেন আলীর ছেলে রাফিকুল ইসলাম ওরফে কালু (৪৮) ও শুক্রবার (১৩ জুন) খুন হয় ওই উপজেলারই মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম (৫০)।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে আশরাফুল ইসলামের সঙ্গে নিহত মাসুদ রানার পরিবারের জমি-জায়গা নিয়ে পূর্ববিরোধ ছিল। এর একপর্যায়ে ঈদের আগে ঘাস কাটাকে কেন্দ্র করে আশরাফুল এবং তার দুই ছেলে ইসরাফিল ও কাফির সঙ্গে মাসুদ রানার ভাইয়ের কথা কাটাকাটি হয়। 

রবিবার রাতে বিষয়টি মীমাংসার কথা চলছিল। এরই মাঝে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে তিনি খুন হন। এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মাসুদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

এদিকে গত ৯ জুন রাতে উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুরে জমি-জায়গার বিরোধের জের ধরে রফিকুল ইসলামের ওপর হামলা করে তারই আপন ভাতিজা আব্দুর রহমানসহ আরও ৫-৬ জন। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার মারা যান তিনি। মৃত্যুর খবর এলাকাতে ছড়িয়ে পড়লে রফিকুলের লোকজন কয়েকটি বাড়ি ভাঙচুর করে। যার কারণে ওই এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হলে পুলিশ মোতায়েন করা হয়। পরে স্থানীয়রা ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

সবশেষ শুক্রবার রাতে মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর এলাকায় পারিবারিক জমি-জায়গা বিরোধের জেরে নজরুল ইসলামের সঙ্গে তার ভাতিজা আনাস ও আব্বাসের কথাকাটাকাটি হয়। বাদানুবাদের একপর্যায়ে নজরুলকে ছুরিকাঘাত করে তারা। এতে তিনি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 

এ সময় কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এদিকে নজরুল ইসলামকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) সবুজ আলী সুজন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, কোরবানির ঈদের ছুটিতে জমি-জায়গার বিরোধের জের ধরে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন জনপ্রতিনিধিসহ ৩জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতোমধ্যে নিহতের পরিবারের সদস্যরা থানায় মামলা করেছেন। এরই মধ্যে পাঁকা ইউনিয়নের বাবুপুরে রফিকুল ইসলাম খুনের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ছি। বাকি দুটি ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা