গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:৫৫ পিএম
তিন ফসলি জমিতে প্রস্তাবিত ইপিজেড নির্মাণের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় গণঅনশন পালিত হয়েছে। শনিবার (১৪ জুন) সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
শনিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে অনশন। এতে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা ডা. ফিলিমন বাসকে। অনশনে অংশ নিয়ে বক্তৃতা করেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক আইনজীবী সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, আইনজীবী আলী প্রামাণিক ও ফারুক কবীর, স্বপন শেখ, প্রিসিলা মুর্মু, তৃষ্ণা মুর্মু, গৌড় পাহাড়ি, রাফায়েল হাসদা, অলিভিয়া হেমব্রোম, বার্নাবাস টুডু, লুইস মুর্মু, খিলন রবিদাস প্রমুখ।
বক্তারা বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্মের এই জমি সাঁওতাল জনগোষ্ঠী বংশপরম্পরায় চাষাবাদ করে আসছে। এই জমিতে ইপিজেড করাটা সরকারি নীতিরও পরিপন্থি এবং এটি একটি বিশেষ স্বার্থান্বেষী মহলের লুটপাট ও উচ্ছেদের কৌশল। বক্তারা আরও বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর এই জমি নিয়ে সংঘাতে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনজন সাঁওতাল, যার বিচার আজও হয়নি।
তারা বলেন, সরকারের পক্ষ থেকে সাঁওতাল জনগোষ্ঠীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা ভঙ্গ করা হয়েছে। বরং উল্টো তিন ফসলি জমিতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে সাঁওতালদের ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারা করা হচ্ছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জমি ছাড়া হবে না। এই ভূমি আমাদের মা, আমাদের মর্যাদা।
অনশন চলার সময় স্লোগানে মুখর হয়ে ওঠে কাটামোড় এলাকা। ‘রক্তভেজা জমিতে ইপিজেড নয়’, ‘সাঁওতাল হত্যার বিচার চাই’, ‘জমি আমাদের অধিকার’Ñ এসব স্লোগানের মাধ্যমে প্রতিবাদের ভাষা স্পষ্ট হয়ে ওঠে।