× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভূমিহীনদের বন্ধু’ উপাধি পেলেন হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:৩৫ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:৪৬ পিএম

‘ভূমিহীনদের বন্ধু’ উপাধি পেলেন হান্নান মাসউদ

ভূমিহীন পরিবারকে সরকারি জমি বুঝিয়ে দিয়ে ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধি পেলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শনিবার (১৪ জুন) সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ হলরুমে ভূমিহীন পরিবারের আয়োজনে এক আলোচনা সভায় তাকে সংবর্ধনা দিয়ে ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। 

জানা গেছে, দীর্ঘ সময় ধরে হাতিয়ার ভূমিহীনরা তাদের জায়গা বুঝে না পেয়ে হতাশ ছিল। বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থের জন্য ভূমিহীনদের ব্যবহার করত। জুলাই বিপ্লবের পর আব্দুল হান্নান মাসউদের সহযোগিতায় এসব ভূমিহীন তাদের প্রাপ্য সম্মানটুকু পায়। মাথা গোঁজার ঠাঁই পেয়ে তারা আব্দুল হান্নান মাসউদকে ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধিতে ভূষিত করে।

এ সময় আবদুল হান্নান মাসউদ বলেন, স্বাধীনতার এত বছর পরেও উপকূলীয় দ্বীপ হাতিয়ায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানকার মানুষ এখনও অবহেলিত। গত ১৭ বছরে কোনো দৃশ্যমান উন্নয়ন চোখে পড়েনি। আমি চাই, সবাইকে সঙ্গে নিয়ে এই দ্বীপের উন্নয়নে কাজ করতে।

তিনি আরও বলেন, আমরা যদি হাতিয়ায় ফেরি সার্ভিস চালু করতে চাই, তাহলে স্পিডবোট ও ট্রলার মালিকদের গায়ে জ্বালা ধরে যায়। কারণ এতে তাদের ব্যবসা হুমকিতে পড়ে। যদি ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিতে চাই, গরিব-অসহায়দের পাশে দাঁড়াতে চাই, তবে ভূমিদস্যুদের গা জ্বলতে থাকে। আর আমরা যদি হাতিয়ার সড়ক-অবকাঠামো উন্নয়ন করতে যাই, তাহলে যারা অপরাজনীতি করে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। কিন্তু আমি মনে করি, উন্নয়নের জন্য আমাদের একটি সম্মিলিত সংগ্রাম প্রয়োজন। যেন এই দ্বীপে আর একটি ভূমিহীন পরিবারও না থাকে।

তিনি বলেন, ভূমিহীনদের যুগ যুগ ধরে রাজনৈতিক নেতারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করে এসেছে। এই মানুষগুলোর কথা সংবাদ মাধ্যমে আসে না, সুশীল সমাজের চোখে পড়ে না, সাংবাদিকদের দৃষ্টিতেও আসে না। তাদের দুঃখ-কষ্ট দেখার মতো কেউ নেই। হাতিয়ায় নদী ভাঙন রোধে গত ৫০ বছরে কেউ একটি জিও ব্যাগও ফেলতে পারেনি। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা