বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:৩২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:৪৫ পিএম
যশোরের বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে শনিবার (১৪ জুন) সকালে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
শনিবার বেনাপোল পোর্ট থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। নিহত স্বামী মনিরুজ্জামানের (৫৫) মরদেহ বাড়ির পাশের একটি আমড়াগাছে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী রেহেনা বেগমের (৪৮) মরদেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। রেহেনার শরীরে শারীরিক নির্যাতনের চিহ্ন ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কে বা কারা তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে রেহেনাকে হত্যা করে মাঠে ফেলে রাখে এবং মনিরকে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. রাসেল মিয়া জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভ হবে।