× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

রংপুর অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:৩০ পিএম

রংপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

রংপুরে যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৩ জুন) রাতে রেজওয়ানা দিল আফরোজ নামের ওই গৃহবধূ মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মেয়ের স্বামীসহ শ্বশুর বাড়ির পাঁচজনের নামে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় মামলা করেন। এর মধ্যে স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে বিয়ে হয় রেজওয়ানা দিল আফরোজের। বিয়ের সময় রেজাউলকে পাঁচ লাখ টাকা যৌতুক দেন আফরোজের বাবা। এরপরও রেজাউল করিম যৌতুকের জন্য আফরোজকে চাপ দেয়াসহ নির্যাতন করে আসছিলেন।

অভিযোগ, এরই মধ্যে গত ৮ জুন বিকেলে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী মিলে আফরোজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। দগ্ধ অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, মামলার পর নিহতের স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা