ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:২৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:৪৪ পিএম
ফেনীতে চাঁদা না পেয়ে চক্ষু চিকিৎসকের চেম্বারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে ইকবাল হোসেন নামে এক যুবদল নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ জুন) রাতে সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চক্ষু চিকিৎসক গোলাম রসুল সুমনের চেম্বারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইকবাল হোসেন সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও আড়কাইম গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতো নিজ বাড়িতে রোগী দেখছিলেন একই ইউনিয়নের বাসিন্দা গোলাম রসুল সুমন। এ সময় যুবদল নেতা ইকবাল হোসেন তার সহযোগী রোগী নুর হায়দারকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগ তুলে রোগী দেখা অবস্থায় চিকিৎসকের চেম্বারে প্রবেশের চেষ্টা করেন। এতে চিকিৎসকের অ্যাটেনডেন্স রুবেল একটু অপেক্ষা করতে অনুরোধ করলে ইকবাল হোসেন, তার সহযোগী নুর হায়দার রাসেল ও নুর হায়দার রাজন বিতর্কে জড়ান।
একপর্যায়ে চেম্বারে প্রবেশ করে চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ করেন ও হুমকি দেন। যুবদল নেতা ইকবাল হোসেনের অনুমতি ছাড়া চেম্বার না খুলতে হুমকি দেওয়া হয়। এ সময় তারা বাড়িতে ভাঙচুর চালান।
এ বিষয়ে চিকিৎসক গোলাম রসুল সুমন জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক তার সঙ্গে অশোভন আচরণ করেন। তাকে মারতে উদ্যত হয়ে চেম্বারে ও বাসার জানালা ভাঙচুর ও লুটপাট চালান। এর এক মাস আগে কয়েকজন যুবক চেম্বারে এসে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন।
জানতে চাইলে অভিযুক্ত সোনাগাজী উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন বলেন, চাঁদা দাবির বিষয়টি সঠিক নয়। রোগীর সিরিয়াল নিয়ে তর্কাতর্কির জের ধরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।