রংপুর অফিস
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:২৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:৪৩ পিএম
রংপুরে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাইসহ মেয়ের শ্বশুরবাড়ির ৫ জনকে আসামি করে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে রেজওয়ানা দিল আফরোজের (২২) বিয়ে হয়। বিয়ের সময় রেজাউলকে ৫ লাখ টাকা যৌতুক দেয় আফরোজের বাবা। এরপরও রেজাউল করিম যৌতুকের জন্য আফরোজকে চাপ দেওয়াসহ নির্যাতন করে আসছিল।
গত ৮ জুন বিকালে আফরোজের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী মিলে আফরোজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে রেজওয়ানা দিল আফরোজের মৃত্যু হয়। তাদের সংসারে দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।
মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, মামলার পর নিহত গৃহবধূর স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।