× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলীকদমে পর্যটক স্মৃতির মৃত্যুর ঘটনায় মামলা

লামা-আলীকদম (বান্দরবান) সংবাদদাতা

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:২৩ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:৩৭ পিএম

গ্রেপ্তারকৃত বর্ষা ইসলাম বৃষ্টি।

গ্রেপ্তারকৃত বর্ষা ইসলাম বৃষ্টি।

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় ট্র্যাকিং অভিযানে অংশ নিতে গিয়ে এক নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমভিত্তিক ভ্রমণ গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (১৪ জুন) নিহত স্মৃতি আক্তারের বাবা মো. হাবিবুর রহমান আলীকদম থানায় মামলাটি দায়ের করেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বর্ষা ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বর্ষা ইসলাম তার পরিচালিত ফেসবুক গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট’-এর মাধ্যমে বিপজ্জনক ট্র্যাকিং ট্যুর আয়োজন করতেন। এসব অভিযানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় অংশগ্রহণকারীরা ঝুঁকির মুখে পড়েন।

গত ৮ জুন বর্ষার আয়োজিত ‘ক্রিসতং-রুংরাং সামিট (৩০তম পর্ব)’ অভিযানে অংশ নিতে স্মৃতি আক্তার ঢাকা থেকে আলীকদমের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ১৩ জুন আলীকদমের তৈন খালের মোড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা) নিয়ে ৩৩ জন সদস্যের বিশাল দল পরিচালনা করেন। ৯ জুন অভিযাত্রীরা রুংরাং-ক্রিসতং ট্রেইলের উদ্দেশে রওনা হন। পরদিন ১০ জুন বর্ষা ইসলাম গাইডসহ ১২ জনকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলে প্রবেশ করেন, আর স্মৃতি আক্তারসহ বাকিদের গাইড ছাড়া এবং পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই মো. হাসান চৌধুরী শুভ নামের এক অভিযাত্রীর মাধ্যমে আলীকদম সদর ফিরিয়ে দেওয়া হয়। ১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি, শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। ১২ জুন জুবাইরুলের এবং ১৩ জুন স্মৃতির মরদেহ উদ্ধার করা হয়। শুভ এখনও নিখোঁজ রয়েছেন।

মামলাকারীর দাবি, বর্ষা ইসলামের দায়িত্বে অবহেলা, আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা এবং প্রশাসনের অনুমতি না নিয়ে ট্র্যাক আয়োজনের কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে। অভিযানের সময় স্মৃতি আক্তার গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে যান, যার পরিণতিতে তার মৃত্যু হয়।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে বর্ষা ইসলাম গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পর্যটন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের দুর্ঘটনা রোধে আইনি কাঠামো জোরদার এবং অভিযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর হতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা