প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:১৭ পিএম
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার ব্যস্ত সময়ে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন। গত শুক্রবার রাত থেকে শনিবার (১৪ জুন) সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনায় দিনাজপুরে পাঁচ, ঝালকাঠিতে দুই, ফরিদপুরে এক পুলিশ কর্মকর্তা ও এক শিক্ষার্থী, মুন্সীগঞ্জে দুই, কুমিল্লায় এক, পটুয়াখালীতে এক, সোনারগাঁয়ে এক, পঞ্চগড়ে এক, কক্সবাজারে এক ও কুষ্টিয়ায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনে ঘটনাগুলো তুলে ধরা হলোÑ
দিনাজপুর : গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এলাকায় দাঁড়িয়ে থাকা আমবোঝাই একটি ট্রাকের পেছনে ঢাকাগামী একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
নিহতরা হলেনÑ পঞ্চগড়ের বোদা উপজেলার টুনিরহাট এলাকার আব্দুল খালেকের ছেলে সেনাসদস্য এরশাদ হোসেন ওরফে রাসেদ, ঠাকুরগাঁও সদরের কেকেবাড়ি এলাকার হাশেম আলীর মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার, বাসের সুপারভাইজার নওগাঁ সদরের পারমিকার গ্রামের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের ভুল্লি উপজেলার বড় বালিয়া এলাকার মো. তারিকুল ইসলামের ছেলে মো. আরিফ ইসলাম ও ঢাকার সাভারের আমিনবাজার এলাকার মো. রাহাত।
ফরিদপুর : শনিবার সকালে ও দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের দুই প্রান্তে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা ও এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
দুপুর ১২টার দিকে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন এসআই বোরহান উদ্দিন। তিনি যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে এবং মাগুরার মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।
মহম্মদপুর থানার ডিউটি অফিসার এএসআই মোসাম্মত বুলবুলি খাতুন জানান, বোরহান উদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে মহাসড়ক হয়ে বোয়ালমারীতে যাচ্ছিলেন। পথে একটি অটোভ্যান থেকে নেমে আসা পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া সাইনবোর্ড এলাকায় একই সড়কে একটি মোটরসাইকেল প্রাইভেটকারের পেছনে ধাক্কা দিলে নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ফকির ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি মাহমুদুল হাসান।
ঝালকাঠি : শনিবার দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার পাকাপুল এলাকায় বাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনার পর পরই মরদেহ উদ্ধার করে থানায় এনেছে পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন।
কক্সবাজার : শনিবার বিকাল ৫টার দিকে কক্সবাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার কলেজ গেট এলাকায় বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানান ঈদগাঁও থানার ওসি মো. মশিউর রহমান।
মুন্সীগঞ্জ : গত শুক্রবার রাত ১১টার দিকে পদ্মা সেতুতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সেতুতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম।
কুমিল্লা : গত শুক্রবার রাত ৪টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগরে বাস খাদে পড়ে শিল্পী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানান ওসি রাশেদ খান চৌধুরী।
গলাচিপা (পটুয়াখালী) : পটুয়াখালী সদর বাসস্ট্যান্ডে দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হন সাবিকুন নাহার শশী। তিনি বরিশালের একটি স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ছিলেন।
পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে নসিমনের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ভ্যানে থাকা শাহিন ইসলাম নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন।
কুষ্টিয়া : গত সকাল ৭টার দিকে কুষ্টিয়ায় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার কাছে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির সংঘর্ষে অনিক নামে অ্যাম্বুলেন্সের এক হেলপার নিহত হয়েছেন বলে জানান মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম।
নারায়ণগঞ্জ : গত শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসের ধাক্কায় জাহিদ হাসান শাওন মৃধা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।