× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিন্দুর সম্পত্তি জবরদখল করেছে যুবদল নেতা

রাজশাহী অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২০:৫৯ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:০৫ পিএম

হিন্দুর সম্পত্তি জবরদখল করেছে যুবদল নেতা

রাজশাহীর জেলা যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সীর দখলবাজিতে তানোর উপজেলার সাধারণ মানুষ ফুঁসে উঠেছেন। তার এমন কর্মকাণ্ডে বিএনপিও সমালোচিত হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, জুলাই বিপ্লবের পর পরই শরিফ উদ্দিন মুন্সী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের নাম ভাঙিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এতে জনমনে তীব্রক্ষোভ ও অসন্তোষ দানা বেঁধে উঠেছে। তার অপকর্মের কারণে সাধারণ মানুষের মধ্যে বিএনপি ও মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

জানা গেছে, গত ২৭ জানুয়ারি তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে এক হিন্দু ধর্মাবলম্বীর চাতাল জবরদখল করা হয়েছে।

এতে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে জায়গা-জমি বেদখল হতে পারে বলে আতঙ্ক দেখা দিয়েছে। এদিন জেলা যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী ভাড়াটিয়া বাহিনী নিয়ে স্বামীর অপরাধে স্ত্রী ও ছেলের জমি জবরদখল করেছেন।

এ ঘটনার পরের দিন ২৮ জানুয়ারি মালশিরা গ্রামের দিলিপ কুমার মণ্ডলের ছেলে সেতু কুমার মণ্ডল বাদি হয়ে ভবানীপুর গ্রামের মৃত বুদু হাজির ছেলে ও জেলা যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সীকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-১৮৪, মালশিরা মৌজার, খতিয়ান নম্বর ৩১৬, দাগ নম্বর ৬৬৩ ও ৬৬৪, শ্রেণি চাতাল, পরিমাণ ২০.৩৩ শতক। গত ২০১২ সালের ১০ ডিসেম্বর রেজিস্ট্রি দলিলের মাধ্যমে দিলিপ কুমারের কাছে থেকে কেনে তার স্ত্রী শ্রীমতি লিপি রানী ও ছেলে সেতু কুমার মণ্ডল। ওই সম্পত্তির ওপর চাতাল রয়েছে। বর্তমানে চাতাল যুবদল নেতা শরীফ উদ্দিন মুন্সী বেদখল করেছেন।

স্থানীয়রা বলেন, ইতোপূর্বে তানোর পৌরসভার গোকুল গ্রামে বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মীসভায় মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে প্রধান অতিথি করায় কর্মীসভা পন্ড করেছিল শরিফ মুন্সী। এ ছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি অ্যাড. সুলতানুল ইসলাম তারেকের মাদারীপুর কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা ও নেতাকর্মীদের মারপিট করার অভিযোগ রয়েছে শরিফ উদ্দিন মুন্সীর বিরুদ্ধে।

অভিযুক্ত জেলা যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী তার বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি দিলিপ কুমার মণ্ডলের কাছে থেকে জায়গা কিনেছেন। এখানে জবরদখলের কিছু নাই। দিলিপ তাকে জায়গা বুঝে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। দিলিপের জায়গা কোথায় সেটা দিলিপ তাকে বুঝিয়ে দিক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা