× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মায়ের কবরের পাশে শায়িত হলেন সাবেক এমপি জোয়ার্দ্দার ছেলুন

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২০:১০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চুয়াডাঙ্গায় মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির মাঠে গার্ড অব অনার শেষে তার জানাজা অনুষ্ঠিত হয়।পরে দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থানে মা আছিয়া বেগমের কবরের পাশে এই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়।

ছেলুন জোয়ার্দ্দারের ভাতিজা নঈম হাসান জোর্য়াদ্দার জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য জোয়ার্দ্দার ছেলুন। শনিবার সকালে তার মৃতদেহ চুয়াডাঙ্গায় পৌঁছায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আগেও তিনি ভারত ও ব্যাংককে চিকিৎসা নিয়েছিলেন।

গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবারসহ আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ নেতা জোয়ার্দ্দার ছেলুন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জোয়ার্দ্দার ছেলুনের জানাজায় তার ভাইয়ের ছেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দার, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। জানাজা শুরুর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় অনেকেই তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জোয়ার্দ্দার ছেলুন ২০০৮ সালে জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরের তিনটি সংসদ নির্বাচনেও জয়ী হয়েছিলেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা