বগুড়া অফিস
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১৮:৫১ পিএম
বগুড়ায় ছুরিকাঘাতে নিহত যুবক বিদ্যুৎ শেখের হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (১৪ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়ি কলেজ রোড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কাটনারপাড়া এলাকায় বিদ্যুৎ শেখকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তিনি বগুড়া শহরের বৃন্দাবনপাড়া দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং স্থানীয় দুলাল শেখের ছেলে।
জানা গেছে, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তারই ঘনিষ্ঠ বন্ধু রনির সঙ্গে বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত দ্বন্দ্ব চলছিল। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পেছনে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। ঘটনার কিছুক্ষণ আগে বিদ্যুতের মোবাইলে একটি ফোন আসে, এরপরই হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসীর ধারণা, গ্যারেজ ও আশপাশের এলাকায় মাদক কেনাবেচাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে নিহতের স্বজন ও বৃন্দাবনপাড়া এলাকার লোকজন মিছিল নিয়ে ফুলবাড়ি কলেজ রোডে এসে সড়ক অবরোধ করেন। তারা দ্রুত বিচার, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্লোগান দেন।
এলাকাবাসী বলেন, আমরা ন্যায়বিচার চাই, যাতে অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত রাখেন এবং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদে উদ্বুদ্ধ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার প্রক্রিয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, বিদ্যুৎ শেখ হত্যার ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আমরা অভিযুক্তদের শনাক্ত করেছি। দ্রুত গ্রেপ্তার করে পুরো ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।