ঠাকুরগাঁও প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১৭:২৮ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ২৩:০১ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২৩ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশইন)। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিজিবি। তাদের মধ্যে চারজন পুরুষ, ১২ জন নারী এবং সাতজন শিশু রয়েছে।
শনিবার (১৪ জুন) ভোরে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে তাদেরকে এই পুশইন করে বিএসএফ।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার ভোরে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসার বিওপির আওতাধীন সীমান্তের মেইন পিলার ৩৪৭/১-এস পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে চৈত্রাণপুকুর নামক স্থানে বিএসএফ ২৩ জনকে পুশইন করে। ৪২ বিজিবি ব্যাটালিয়নের টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য হরিপুর থানায় সোপর্দ করে।
হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। এরপর তাদের হস্তান্তর করা হবে।