× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহন সংকট, যাত্রীদের উপচেপড়া ভিড়

সিরাজগঞ্জ

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১৪:২১ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ১৪:২১ পিএম

সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহন সংকট, যাত্রীদের উপচেপড়া ভিড়

ঈদের ছুটির শেষদিনে সিরাজগঞ্জের মহাসড়কে রয়েছে যাত্রীদের উপচেপড়া ভিড়। হাজারো মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তবে সড়কে নেই পর্যাপ্ত যানবাহন।

শনিবার (১৪ জুন) সকাল থেকে জেলার কড্ডার মোড় এলাকায় গিয়ে এমনটাই দেখা গেছে। 

অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ির দেখা পাচ্ছেন না। বাসে সাধারণত যাতায়াতে যে ভাড়া নেওয়া হয়, তার চেয়ে দ্বিগুণ বা তিনগুণ ভাড়াও দাবি করছে কিছু পরিবহন।

প্রচণ্ড গরম উপেক্ষা করে যানবাহনের জন্য অপেক্ষায় থাকা গার্মেন্টস কর্মী স্বপ্না পারভীন, রেজুওয়ানা খাতুন, কলেজ শিক্ষক মাহফুজুল আদনান, শিক্ষার্থী শরিফুল ইবনে রিতুলসহ অনেকে জানান, প্রত্যেক ঈদ-পরবর্তী দিনগুলোতে একই চিত্র দেখা যায়। কিন্তু এবার ভিড় তুলনামূলক অনেক বেশি। কোনো গাড়িতেই সিট খালি নেই।

বিশেষ করে শনিবারই ছুটির শেষ দিন হওয়ায় একসঙ্গে অনেক মানুষ কর্মস্থলে ফিরতে গিয়ে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ অবস্থায় নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকে পণ্যবাহী ট্রাক কিংবা পিকআপ ভ্যানে করেও গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

এদিকে, কর্মস্থলে ফেরা মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি। শনিবার সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা