মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ১৪:০২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫ ১৫:৩৫ পিএম
কিশোরগঞ্জের ইটনা হাওরে যৌথ বাহিনীর অভিযানে ৪৬ পিস ইয়াবা এবং ব্যবহৃত খালি ১৯টি বিদেশি মদের বোতলসহ ৩৯ জনকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (১৩ জুন) উপজেলার রায়টুটি ইউনিয়নের বর্শিকুড়া সেতুতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ইটনা উপজেলার বাদলা ইউনিয়নে একদল অল্প বয়সী কিশোর নৌকা ভ্রমণের নামে নদীতে অতিরিক্ত শব্দে গান বাজিয়ে নাচানাচি করছিলো। গোয়েন্দা সংস্থার তথ্যে তাদের কাছে বিপুল পরিমাণে মাদক পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালায় ইটনা আর্মি ক্যাম্পের ২৭ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং ইটনা থানা পুলিশের একটি দল।
ইটনা থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর অভিযানে ৩৯ জনকে মাদকসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সবার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় পরিবারের কাছে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। বাকি যে দুইজনের কাছে ইয়াবা পাওয়া গেছে তাদের গ্রেপ্তার দেখানো হবে।