মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৯:৫১ এএম
পদ্মা সেতুতে ট্রাকের পেছনে ইমাদ পরিবনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১০ জন গুরুতর আহত হন।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম রাকিব জমাদ্দার বলে জানা গেছে। তিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। অপরজনের নামপরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে। এর মধ্যে ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসছিল। ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমাদ পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ঘটনার পর অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।