রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২৩:৫৪ পিএম
লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজু ও শরীফ নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জুন) ভোরে অভিযুক্ত শরীফকে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নিজ বাড়ি থেকে ও বিকেলে এ মামলার প্রধান আসামি রাজুকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে রামগতি থানায় ধর্ষণ মামলা করেন। অভিযুক্তরা হলেন—জুয়েল, আজাদ, রাজু ও শরীফ।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১১ জুন দুপুরে ছাগল আনতে বাড়ির পাশে গেলে অভিযুক্তরা কিশোরীকে অপহরণ করে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তাররা ধর্ষণের কথা স্বীকার করেছে। মামলার বাকি দুই আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।