× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দশ টাকা নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতা খুন

ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২৩:১১ পিএম

নিহত  হুমায়ুন কবীর।

নিহত হুমায়ুন কবীর।

চা-পান খাওয়ার বিলের দশ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে শুক্রবার (১৩ জুন) বিকালে ছুরিকাঘাতে হুমায়ুন কবীর (২৪) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। হুমায়ুন ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে বলে জানা গেছে।

সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল আমিন রতন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে হুমায়ুন কবীর ও সোহাগ মিয়া বাড়ি থেকে পাছার বাজারে যাচ্ছিলেন। যাওয়ার পথে রানা ও বাদল তার পথরোধ করে। এ সময় হুমায়ুন দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে গেলে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে আবুল কাসেমের দোকানে চা-পানের দশ টাকা বিল নিয়ে রানা ও বাদলের ঝগড়া হয়। এই ঘটনার সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে এলাকাবাসীর ধারণা।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির বলেন, ‘হুমায়ুন কবীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ তাৎক্ষণিক তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের শহর প্রদক্ষিণ করে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি দিদারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’ সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা