বগুড়া অফিস
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২২:৪৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২৩:১৩ পিএম
বগুড়ায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবক তারই ঘনিষ্ঠ বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) বিকাল ৫টার দিকে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বিদ্যুৎ শেখ (৩০)। তিনি বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকার দুলাল শেখের ছেলে। তিনি কাটনারপাড়ায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, বিদ্যুৎ শেখ ও তার বন্ধু রনির মধ্যে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার বিকালে গ্যারেজের পাশে ঈদগাহ মাঠ এলাকায় রনি হঠাৎ বিদ্যুতের ওপর আক্রমণ করে। তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় বিদ্যুৎকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত রনিকে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।