নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২২:৪৫ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২৩:১৪ পিএম
নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। হামলায় ব্যবসায়ীর দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার স্ত্রীকেও মারধর করা হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাহের আহমেদ বলেন, স্থানীয় সন্ত্রাসী আকবর হোসেন, সাঈম, সাবিদ, সাকিব, আলমগীরসহ ২০-২৫ জন যুবক দেশীয় অস্ত্রসহ তার দোকানে হামলা চালায়। তারা দোকানের মালামাল ভেঙে তছনছ করে।
তিনি আরও বলেন, সরকারি খাস জায়গায় আমি ৯৯ বছরের জন্য ইজারা নিয়ে দোকান করেছি। কিন্তু সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী আকবর হোসেন জোরপূর্বক আমার দোকানটি দখল করতে চায়। ইজারার কাগজপত্র দেখানোর পর আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় দোকান ভেঙে দেয়। আমার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই তারা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সবাই মসজিদে জুমার নামাজে থাকাকালে এই হামলা চালানো হয়। হামলার সময় এলাকার মানুষ এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’