× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরিচ ক্ষেতে মিলল গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২২:৪৪ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৫ ২৩:১৪ পিএম

মরিচ ক্ষেতে মিলল গ্রেনেড নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট এলাকার মরিচ ক্ষেত থেকে সক্রিয় গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার দুপুরে জমির মালিক সাব্বির আহমদ মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে গ্রেনেডসদৃশ বস্তু দেখতে পান।

পরে বিষয়টি পুলিশকে জানান। শুক্রবার (১৩ জুন) দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি নিষ্ক্রিয় করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে একজন কৃষক ক্ষেতের কাজের সময় বস্তুটি দেখতে পান। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি যাচাই করে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে এটি একটি সক্রিয় গ্রেনেড। এরপর তারা নিরাপদ দূরত্বে গ্রেনেডটি নিয়ে যান এবং তা নিষ্ক্রিয় করেন।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন বলেন, গ্রেনেডটি K36 অথবা M36 মডেলের একটি সক্রিয় গ্রেনেড, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতো। এটি হয়তো মাটির নিচে চাপা ছিল, কিংবা কেউ ইচ্ছাকৃতভাবে ফেলে গেছে। তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা গ্রেনেডটি নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করি।

বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. মুখলেছুর রহমান বলেন, স্থানীয় কৃষক সাব্বির আহমদ আমাদের খবর দিলে আমরা দ্রুত ব্যবস্থা নিই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শান্তিগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ককে অবগত করি। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা