চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২২:৪১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২৩:১৬ পিএম
বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার সেলুন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার সেলুন বার্ধক্যের কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শনিবার সকালে তার মরদেহ চুয়াডাঙ্গায় আনা হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অসুস্থ অবস্থায় তিনি ঢাকায় ছিলেন। চুয়াডাঙ্গা-১ আসন থেকে ৪ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।