রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২১:৪১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২১:৪৯ পিএম
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মামুন মিয়া নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় নিহতের স্বজন, বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী ঢাক-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (১৩ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে ছাড়াতে গিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে যুবদল নেতা বাদল ভুঁইয়া ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু গ্রুপের মধ্যে গোলাগুলি হয়, যাতে মামুন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহত মামুন মিয়া ছিলেন বাদল ভুঁইয়ার ভাই।
অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন দলের নেতারা। পূর্বাচল উপশহরের গোয়ালপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান জানান, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে রাজনৈতিকভাবে হেয় করতে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।
তিনি দাবি করেন, ‘ছাত্রলীগ নেতাকে ছাড়াতে গিয়ে সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটেছে। আমি ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর চাচা নই, সে আমাদের গ্রামের হলেও আমার ভাতিজা নয়। একটি রাজনৈতিক মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
এর আগে গত মঙ্গলবার ১০ জুন বিকালে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে যুবদল নেতা বাদল ভুইয়ার লোকজন ও এলাকাবাসী আটক করে গণপিটুনি ও হাত-পা ভেঙে দেয়। সাব্বির হোসেন খোকাকে ছাড়াতে গিয়ে যুবদল নেতা বাদল ভুঁইয়া গ্রুপ ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবু গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মুদিমনোহরী ব্যবসায়ী মামুন মিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামুন মিয়া যুবদল নেতা বাদল ভুইয়ার ভাই।
এ ঘটনায় ১০ জুন বিকালে সংঘটিত এই ঘটনায় বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গুরুতর আহত সাব্বির হোসেন খোকাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন ঘটনাটি তদন্ত করে দোষীদের চিহ্নিত করার আশ্বাস দিলেও এলাকাবাসী দ্রুত বিচারের দাবি জানিয়ে সড়ক অবরোধসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে।