শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২১:৩৯ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২১:৫০ পিএম
তিন দিন বন্ধ থাকার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়ি। শুক্রবার (১৩ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম টিকিট বিক্রির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসচিব শেখ কামাল হোসেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টডিয়ান হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আসলাম আলীসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
এরপর জেলা প্রশাসক ও কর্মকর্তারা কাছারিবাড়ির রবীন্দ্র জাদুঘর ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রসঙ্গত, গত ৮ জুন এক দর্শনার্থীর সঙ্গে পার্কিং ফি নিয়ে গেটকর্মচারীর বাগবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিস কক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে গত ১০ জুন স্থানীয় লোকজন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর ও এক পরিচালকের ওপর হামলা চালায়। ফলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে কাছারিবাড়ির নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে কারণে দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। বিক্ষোভ মিছিল থেকে যারা ভেতরে প্রবেশ করেছিলেন তারা মূলত কর্মচারীদের আচরণের কারণে ক্ষুব্ধ হয়েছিলেন। ইতোমধ্যে ওই হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুরাতন কর্মচারীদের বদলে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি স্বীকার করছি এবং ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।