গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২১:৩৬ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২১:৫০ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে শুক্রবার (১৩ জুন) সকালে হিরণ ইউনিয়নের মাঝবাড়ি ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কোটালীপাড়া থানার এসআই সেলিম মাহমুদ ও তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশ ২৫ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বংকুরা গ্রামের রিয়াজুলের কাছ থেকে মাঝবাড়ি গ্রামের ফারুক দাড়িয়া সুদে টাকা নেয়। সময়মতো সুদের অর্থ পরিশোধ না করায় সকালে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে সকাল ৯টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এরপর উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপেও তা থামানো সম্ভব হয়নি। পুলিশের এসআই সেলিম মাহমুদসহ চার পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পুলিশ গুলি ছুড়লেও সংঘর্ষ থামেনি। বেলা ১১টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুটি গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ৪৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।