প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২১:১৪ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২১:১৭ পিএম
দেশের বিভিন্ন স্থান থেকে গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৩ জুন) ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড়, বান্দরবান, বগুড়া, কক্সবাজার ও নড়াইল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে বৃহস্পতিবার বিকালে মোকলেছার রহমান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোকলেছার দণ্ডপাল ইউনিয়নের ধনমন্ডল ঢাকাইয়া পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় খোঁচাবাড়ি বাজারে প্রসাধনীর দোকান চালাতেন। তিনি শাহাবুদ্দিনের একমাত্র সন্তান।
গলা কেটে হত্যার ঘটনায় নারীসহ সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে একটি বাগানের পাশে মোকলেছারের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।’
লামা-আলীকদম (বান্দরবান) : বান্দরবানের আলীকদমের তৈনখালে স্মৃতি আক্তার (২৪) নামে আরও এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট দুটি লাশ উদ্ধার হলো। পুলিশ জানিয়েছে, এখনও একজন পর্যটক নিখোঁজ। উদ্ধার হওয়া লাশটি যে স্মৃতি আক্তারের, তা তার সঙ্গীরা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে মাতামুহুরী নদীর পাড়ে উপজেলা সদরের বাজার পাড়ার তাহের মল্লিকের জমির পাশ থেকে জুবাইরুল ইসলাম নামে প্রথম লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী কামাল মাঝিসহ কয়েকজন জানিয়েছেন, দ্বিতীয় লাশটি একজন নারী পর্যটকের। তারা লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারী পর্যটকের নাম স্মৃতি আক্তার (২৪)। তার বাবার নাম হাবিবুর রহমান এবং মায়ের নাম রুপিয়া বেগম। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকি সাভার গ্রামে।
বগুড়া : নানার বাড়ি বেড়াতে গিয়ে যমুনায় গোসলে নেমে প্রাণ হারিয়েছেন বগুড়ার শাজাহানপুরের কলেজছাত্র মেরাজুল ইসলাম তমাল (১৮)। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাইঘাট এলাকায় যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া সমুদ্র উপকূল থেকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানায় টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন।
নিহত জেলে মোহাম্মদ ইসমাইল (২৪) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ঘরের পাশ থেকে সালমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের গাবাড়িয়া এলাকার গৃহবধূর বাপের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালমা আক্তার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’