শ্রীপুর (মাগুরা) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২১:১১ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২১:১৮ পিএম
মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা দুটি মুদি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল বাজারে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার আমতৈল গ্রামের জেলা বিএনপির সাবেক সহসভাপতি মিয়া জাহিদুল ইসলাম ও একই গ্রামের বিএনপি নেতা লিপটন মিয়ার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় আমতৈল বাজারে পান্নু স্টোরে বসে থাকা লিপটন মিয়ার সমর্থকদের ওপর মিয়া জাহিদুল ইসলামের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এ সময় লিপটন মিয়ার সমর্থক পান্নু বিশ্বাস (৩২), রফিকুল মল্লিক (৪৫), আনোয়ার মোল্যা (৫৫) গুরুতর আহত হন।
আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা লিপটন মিয়ার সমর্থক সোহাগ স্টোর ও পান্নু স্টোরে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।