রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫ ২১:০৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৫ ২১:২৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলছাত্র জুবায়ের হত্যা মামলার পলাতক দুই আসামি রাব্বি ও সিয়ামকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৩ জুন) উপজেলার ভোলাব গাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ভোলাব গাবতলা এলাকার নাজিরের ছেলে রাব্বি ও ফারুক মিয়ার ছেলে সিয়াম।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির এসআই পরিতোষ চন্দ্র সরকার বলেন, গত ১৮ এপ্রিল বিকালে ভোলাব শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জুবায়েরকে তার বন্ধু শাহিন বাড়ি থেকে ডেকে নেয়। ঐ দিন সন্ধ্যার পর তার পরিবারের লোকজন জানতে পারে জুবায়ের তার বন্ধু শাহিন, সিয়াম ও রাব্বি শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় নৌকা ডুবে যায় এবং জুবায়ের নিখোঁজ হয়।
পরদিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গাবতলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়।
তবে ৪১ দিন পর ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা যায়, জুবায়েরের বুকে ও মাথায় আঘাতের পর শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে। পরে হত্যার বিষয়টি গোপন করতে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহত জুবায়েরের মা মিনারা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।