× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনামসজিদ ইমিগ্রেশন

কিটের অভাবে হচ্ছে না করোনা পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১৬:২২ পিএম

আপডেট : ১৩ জুন ২০২৫ ১৬:৩১ পিএম

কিটের অভাবে হচ্ছে না করোনা পরীক্ষা

দেশের বিভিন্ন স্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত ভ্রমণকারীদের স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এজন্য সেখানে কাজ করছে একটি মেডিকেল টিম। কিন্তু সরকারি ভান্ডারে কিট মজুদ না থাকায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। তবে জেলার স্বাস্থ্য বিভাগ বলছে, কিট সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি ওমিক্রনের কয়েকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট এলএফ-৭, এক্সএফজি, জেএন-১ এবং এনবি ১.৮.১-এর সংক্রমণ বিভিন্ন দেশে দ্রুত হারে বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভারতসহ আশপাশের কয়েকটি দেশে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার নির্দেশনাও দেওয়া হয়। যেসব বিদেশি যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন, তাদেরও স্ক্রিনিংয়ের আওতায় আনা হচ্ছে।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদের ইমিগ্রেশনে মেডিকেল টিম বসানো হয়েছে। এ টিমের সদস্যরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত ভ্রমণকারীদের শরীরের জ্বর পরীক্ষা করছে। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি কিংবা জ্বর শনাক্ত হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। তবে কিট সংকটের কারণে করোনা পরীক্ষা করা হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই ওমিক্রন ভাইরাসের সাব-ভ্যারিয়েন্টগুলো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

যদিও দেশে করোনা-ওমিক্রনের একটি উপধরন এখন ছড়িয়ে পড়ছে। এই উপধরনটিকে বলা হচ্ছে জেএন-১। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, নতুন এই উপধরনের তীব্রতা তুলনামূলকভাবে কম। তবে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরটি এসেছে ঠিক ঈদের সময়। এ সময় বহু মানুষ পশুর হাটে একত্রিত হয়েছেন। ছুটিতে বড় বড় শহর থেকে গ্রামে যাওয়ার সময় মানুষকে দীর্ঘ সময় বাস-ট্রেন লঞ্চে ভিড়ের মধ্যে থাকতে হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতেও ভিড় ছিল প্রচণ্ড। এসবই সংক্রমণের ঝুঁকি বাড়িয়েছে। কাজেই শুধু ভারত ভ্রমণকারীদের নয়, করোনার উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করতে হবে বলে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।

ভারত ভ্রমণকারী শিবগঞ্জের বাসিন্দা আব্দুল বাতেন বলেন, ভারতে করোনাভাইরাসের নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। তাই সোনামসজিদ ইমিগ্রেশনে ভারত থেকে আসা ব্যক্তিদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। আমার কাছে মনে হয়, শুধু শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কোনো লাভ হবে না। যদি করোনা পরীক্ষা করা হয় তাহলে দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়বে না। কাজেই কিটের সংকট কাটিয়ে করোনা পরীক্ষা জোরদার করতে হবে।

কিট সংকটের বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একেএম ডা. শাহাব উদ্দিন বলেন, ঈদের পর থেকে সোনামসজিদ ইমিগ্রেশনে একটি মেডিকেল টিম বসানো হয়েছে। তারা ভারত ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। কিন্তু করোনা পরীক্ষার কিটের মজুদ নেই। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিট পেলেই পরীক্ষা শুরু হবে। করোনা উপধরন সংক্রমণ রোধে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা