× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৭:১৬ পিএম

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে পানিতে ডুবে খাদিজা আক্তার (২) ও তাফসির হোসেন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাইবোন। 

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটওয়ারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত খাদিজা কমর উদ্দিন বাড়ির মো. শাহজাহানের মেয়ে ও তাফসির একই বাড়ির ইমরান হোসেনের ছেলে। মৃতদের চাচা বাবলু পাটওয়ারী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, বাড়িতে কোরবানির জন্য গরু কেনা হয়েছে। উঠানে বাঁধা গরুটি দেখে খাদিজা ও তাফসির উচ্ছ্বসিত ছিল। হঠাৎ তাদেরকে দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তাদের দেহ পানিতে ভেসে ওঠে। পরে উদ্ধার করে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বাবলু পাটওয়ারী বলেন, ‘ঈদের আগেই আমাদের পরিবারের ওপর করুণ পরিণতি নেমে এসেছে। ঈদ আর আমাদের জন্য আনন্দের রইলো না। পরিবারের সবাই এখন কান্না করছে। খাদিজা ও তাফসিরের মা কান্না করতে করতে মূর্ছা যাচ্ছে। কোনোভাবেই তাদের কান্না থামানো যাচ্ছে না।’

চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, ‘ঘটনাটি কেউ আমাদের জানায়নি। খোঁজ নেওয়া হবে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা