× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৭:০০ পিএম

টঙ্গীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫

গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ২৫ জন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে যাত্রীরা গ্রামের বাড়িতে যাচ্ছিল সোনিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী নবাব সরকার পরিবহনের অপর আরেকটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই বাসের চালক, শিশু ও নারীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে দুই বাসের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের টঙ্গী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সফিকুল ইসলাম বলেন, দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের ড্রাইভারই গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি জানান, ফ্লাইওভারের একটি লেনে ঢাকামুখী এবং অপর লেনে ময়মনসিংহমুখী গাড়ি চলাচল করে। মাঝে কোনো সড়ক বিভাজক নেই। ঈদে খালি রাস্তা পেয়ে একটি বাস লেন ছেড়ে অপর লেনে ঢুকে যায়। এ সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের চালকই আসনে আটকে যান, পরে ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাদের এসে উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় এর প্রভাব ঈদযাত্রায় পড়বে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা