× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৬:৪৪ পিএম

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এসব দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণ হারানোর কথা বলছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী চিনিবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা ও কাভার্ডভ্যানের চালক জুয়েল মন্ডল মারা যান। একই সময় নাটোর সদর উপজেলার বারুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আক্তারুজ্জামান নামে নীলফামারী জেলার এক যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। এর আগে গতরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় রবিউল ইসলাম (২৪) নামে পিকআপের হেলপার নিহত হয়। তার বাড়ি পাবনা জেলায়।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাহবুর রহমান বলেন, দুর্ঘটনার কারণগুলোতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূলত চালকদের ক্লান্তি, অতিরিক্ত গতি ও ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার পেছনে মূল ভূমিকা রাখছে। আমরা নিয়মিত মহাসড়কে টহল দিচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা