× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের ধীরগতি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৪:৩২ পিএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহনের ধীরগতি

পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ছুটছে মানুষ। মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী প্রায় ২৭ কিলোমিটার এলাকায় স্টপেজগুলোতে ধীরগতি দেখা দিয়েছে। যাত্রী উঠানোর কারণে বাসগুলো দীর্ঘ সময় স্টপেজে দাঁড়িয়ে থাকায় এ ধীরগতির সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন চালকরা।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রায় যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে।

ময়মনসিংহগামী আলম এশিয়া বাসের চালক মমিনুল বলেন, চান্দনা চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরপরই প্রথমে সালনাতে যানজটে আটকে যাই। এরপর পোড়াবাড়ি, রাজেন্দ্রপুর, হোতাপাড়া, বাঘেরবাজার, ভবানীপুর, গড়গড়িয়া মাস্টারবাড়ী, মাওনা পল্লী বিদ্যুৎ মোড়, রঙ্গিলা বাজার এলাকায় যে বাস স্টপেজগুলো রয়েছে তার সব জায়গাতেই ধীরগতি মিলেছে। স্টপেজ পাড় হওয়ার পর দেখা যাচ্ছে ঈদযাত্রায় বাসসহ বিভিন্ন পরিবহন মহাসড়কের পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাত্রীর জন্য অপেক্ষা করছে। এ কারণেই পেছনের গাড়িগুলো বাস স্টপেজগুলোতে আটকে যাচ্ছে। আর এতে ভোগান্তি তৈরি হচ্ছে।

অপর চালক সোহাগ জানান, সারা বছর যে সকল মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা স্বল্প দূরত্বে চলাচল করে তারা ঈদযাত্রায় দূরপাল্লার যাত্রী পরিবহন করে থাকে। তারা আকাবাঁকাভাবে বাস স্টপেজে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছে। আর এতেই মহাসড়কে যান চলাচলে বাধা তৈরি হচ্ছে। 

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঈদযাত্রায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ কাজ করছে। এছাড়াও বাস স্টপেজগুলোতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা