× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৭ বাঘ বিধবা নারীকে মানসিক পুনর্বাসন ও সম্মানজনক স্বীকৃতি দিলো জেসিআই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ০০:৫৮ এএম

২৭ বাঘ বিধবা নারীকে মানসিক পুনর্বাসন ও সম্মানজনক স্বীকৃতি দিলো জেসিআই

সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলের বাঘ বিধবা নারীদের মানসিক সুস্থতা ও সামাজিক পুনঃস্থাপনের উদ্দেশ্যে জেসিআই ঢাকা সাউথ ও জেসিআই বরিশালের যৌথ সহযোগিতায় “মন সুস্থ থাক, জীবন এগিয়ে যাক ২.০” শীর্ষক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। 

এই উদ্যোগে ২৭ জন বাঘ বিধবা নারী অংশগ্রহণ করেন, যারা তাঁদের স্বামীদের বাঘের আক্রমণে হারিয়ে দীর্ঘদিন ধরে সামাজিক নিঃসঙ্গতা ও অর্থনৈতিক কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। তাঁদের জন্য এ প্রকল্প ছিল একটি নিরাপদ জায়গা- যেখানে তাঁরা কথা বলেছেন, কান্না করেছেন, আবার আশাও খুঁজে পেয়েছেন। 

মূল কার্যক্রমগুলো ছিলঃ 

● মানসিক স্বাস্থ্য সেশন: পেশাদার কাউন্সেলর দ্বারা পরিচালিত গ্রুপ থেরাপি ও মানসিক প্রশমন 

● আত্মবিশ্বাস ও পরিচয় গঠনের অনুশীলন: গল্প বলা, দলে কাজ করা ও আত্মমর্যাদাবোধ জাগানোর কর্মকাণ্ড 

● ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি তৈরি: আয়মুখী দক্ষতা ও প্রশিক্ষণ বিষয়ক প্রাথমিক ধারণা বিনিময় 

● সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান: ২৭ জন অংশগ্রহণকারী প্রত্যেকেই পেয়েছেন একটি করে ভাতা হিসেবে সম্মাননা, যা তাঁদের পথচলায় একটি সহায়তা হয়ে থাকবে

স্থানীয় সংস্থা Initiative for Coastal Development (ICD) এই কার্যক্রমের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পাশে ছিল পুরো সময় জুড়ে। এই প্রকল্পে উপস্থিত ছিলেন দুই জেসিআই চ্যাপ্টারের নেতৃবৃন্দ, ICD প্রতিনিধিরা ও স্থানীয় কমিউনিটি সদস্যরা। 

জেসিআই ঢাকা সাউথ-এর সভাপতি কাজী মোতায়াজ্জেদ বিল্লাহ বলেন, “এই প্রকল্প শুধু মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা নয়, এটি এক ধরনের নীরব বিপ্লব – যেখানে দুঃখ থেকে আশার পথে নারীদের এগিয়ে যাওয়ার হাত ধরেছি আমরা।” 

তিনি বলেন, “মন সুস্থ থাক, জীবন এগিয়েযাক ২.০”- এটি শুধুমাত্র একটি প্রজেক্ট নয়, এটি একটি মানবিক আন্দোলন। যেখানে সহানুভূতি ও সম্মান একসাথে হাঁটে। জেসিআই বিশ্বাস করে, পরিবর্তন শুরু হয় একজন মানুষকে আলোকিত করার মধ্য দিয়ে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা