× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার ৮

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ২২:০৬ পিএম

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার ৮

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৮ জন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (১ জুন) দুপুরে গ্রেপ্তার হওয়াদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÑ নড়াইলের লোহাগড়ার কুমড়ী গ্রামের ছন্দার মোল্যার ছেলে আবুল কালাম, মৃত মিন্টু শেখের মেয়ে আলপনা খানম, চরদীগলিয়া গ্রামের এহিয়া শেখের ছেলে ইমরান শেখ, ইমরান শেখের স্ত্রী রোকেয়া বেগম, কালিয়া উপজেলার ভোমবাগ দাউদ মোল্যার ছেলে রানা মোল্যা, রানা মোল্যার স্ত্রী নাসরিন বেগম, খুলনা জেলার দীঘলিয়ার উত্তর চান্দনী মহল গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে লিচি ও ফজর মোল্যার ছেলে রুবেল মোল্যা। ইমরান ও রোকেয়ার দম্পতির দুই শিশু এবং রানা ও নাসরিন দম্পতির এক শিশু তাদের বাবা-মায়ের সঙ্গে রয়েছে। পুলিশ বলেছে, এই শিশুদের দেখভাল বা কোনো অভিভাবক না থাকায় তাদের মা-বাবার সঙ্গে রাখা হয়েছে।

এর আগে গত শনিবার বিকালে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা মিশনের পূর্ব পার্শ্বে ১১১৮/৯-এস পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবির রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন। পরে রাতে তাদের থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, শনিবার বিকালে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় নিয়মিত টহলে যায়। এ সময় নারী ও শিশুসহ ১১ জন সীমান্তের কাছাকাছি পাহাড়ের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। সীমান্ত এলাকায় ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা পাহাড় দেখতে এসেছেন বলে জানান। পরে তাদের কথাবার্তা সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান, কাজের সন্ধানে কয়েক বছর আগে পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন। এখন আবার অবৈধ পথেই দেশে ফিরে আসছিলেন। পরে তাদের আটক করে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, বাংলাদেশি সিমকার্ড ও ভারতীয় রুপি জব্দ করা হয়। পরে রাতে মামলা করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে শনিবার একটি মামলা করেছে বিজিবি। দুপুরে আসামিদের শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা