প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ২২:০২ পিএম
দেশে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় গত শনিবার ও রবিবার (১ জুন) ৫ জন মারা গেছে। মাগুরা, মৌলভীবাজার ও দিনজাপুরে এই নিহতের ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবর :
মাগুরা : মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর ইটখোলা বাজার নামক স্থানে রবিবার বিকাল সাড়ে ৫টায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী মারা গেছে। শিক্ষার্থীরা হলোÑ মাগুরা সদরের হাজিপুর গ্রামের লাল মিয়ার ছেলে রবিন (২২), একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান (১৮) ও কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল ইসলামের ছেলে সাজিম মোল্লা (২২)। নিহত তিনজন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন মোল্লা জানান, রবিন, জিসান ও সাজিদ এই তিনজন শহরের কাউন্সিল পাড়া থেকে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে ইছাখাদা বাজারের দিকে যাচ্ছিল। বাইকচালক রবিন বিভিন্ন ভঙ্গিমায় মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিল। তাদের পিছনে থাকা ঢাকা-খুলনাগামী দুটি পরিবহন আসছিল। পথিমধ্যে একটি পরিবহন মোটরসাইকেলটিকে ওভারটেক করে সামনে যায়। সেই সময়ে বাইকচালক রবিন পরিবহন ওভারটেক করে সামনে যেতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেলে থাকা রবিন ও সাজিদ বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে মোটরসাইকেল আরোহী সাজিত আহত হয়।
মাগুরা রামনগর হাইওয়ে থানার পরিদর্শক সিদ্ধার্থ সাহা বলেন, ‘বিকাল ৫টার পরে সড়ক দুর্ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের নিচ থেকে বাইকচালক রবিন ও সাজিদের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় আহত জিসানকে মাগুরা ২৫০ শয্যায় সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও গুরুতর আহত হয়েছে আরও দুইজন। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার উত্তরসুর এলাকায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তারেকুজ্জমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনায় পিকআপ চালকসহ দুইজন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালককে আটক করতে না পারলেও আমরা ট্রাক ও পিকআপ ভ্যান হাইওয়ে থানায় নিয়ে এসেছি।’
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় জাপান প্রবাসী মনজুরুল আলম (৫০) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। শনিবার সন্ধ্যায় মহেশপুর গোলচত্বরে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলা পৌর এলাকার কাটাবাড়ী গ্ৰামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি কোরবানি ঈদ পালনে তার পরিবার নিয়ে গত ৯ দিন আগে দেশে আসেন।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনির পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (নিরস্ত্র) মতিয়ার রহমান জানান, মনজুরুল একটি পালসার মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে মহেশপুরের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন অভি নামের এক যুবক। মঞ্জুরুল পেছনের সিটে বসেছিলেন। পিছন থেকে একটি তেলবাহী লরি তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মঞ্জুরুল। দুর্ঘটনার পর গুরুতর আহত হন মোটরসাইকেল চালক অভি।