প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:৫৯ পিএম
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। এর মধ্যে নদী ও পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে চারজনের মরদেহ, একটি নির্মাণাধীন গর্তে পড়ে মারা গেছে এক শিশু এবং বিদ্যুতের খুঁটি চাপায় নিহত হয়েছেন এক বৃদ্ধ।
প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদকদের পাঠানো প্রতিবেদনে-
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিবিরহাটের ওছখালী এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল এসে মরদেহ উদ্ধার করেন।
রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নদীতে ভেসে আসা ওই নারীর পরিচয় জানা যায়নি। পুলিশ তার ঠিকানা শনাক্তে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত নারী রোহিঙ্গা ক্যাম্পের। নোয়াখালীর হাতিয়ায় নৌকাডুবিতে তিনি মারা গেছেন। তবে কেউ এসে শনাক্ত না করা পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করতে পারছি না। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়ার হাকালুকি হাওর থেকে নিখোঁজের দুই দিন পর লোকমান মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত লোকমান মিয়া উপজেলার রফিনগর গ্রামের বাসিন্দা।
কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বলেন, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
কক্সবাজার: সেন্টমার্টিনের নজরুলপাড়ায় নীল দিগন্ত রিসোর্টের নির্মাণাধীন গর্তে পড়ে মারা যায় মোহাম্মদ রায়হান স্বাদ নামের এক শিশু। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খেলাধুলার সময় গর্তে পড়ে শিশুটি নিখোঁজ হয়। পরবর্তীতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক অজিত কুমার দাশ বলেন, সেন্টমার্টিন নীল দিগন্ত রিসোর্টের পাশে জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
রামু (কক্সবাজার): কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে এক মানসিক প্রতিবন্ধী শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ভোরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঈদগড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত শিশুটি ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিনের ছেলে এবং গত দুই দিন ধরে শিশুটি নিখোঁজ ছিল বলে জানান তার বাবা।
ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনির বলেন, এ বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে আসাদ মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার দুপুরে পাহাড়পুর গ্রামে ইউক্যালিপটাস গাছ কাটার সময় সেটি বিদ্যুতের তারে পড়ে খুঁটি ভেঙে যায়। বাড়ি ফেরার পথে খুঁটির নিচে চাপা পড়ে তিনি মারা যান।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস সদস্যদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
দেওয়ানগঞ্জ (জামালপুর): জামালপুরের দেওয়ানগঞ্জে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার উপজেলার সদর ইউনিয়নের তিলকপুরের পাশে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, পাঁচ থেকে ছয় দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।