রামু (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:৫৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫ ২১:০১ পিএম
রামুতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মাঝে ‘সি’ ক্যাটাগরির আর্থিক অনুদানের চেক প্রদান করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের হিমছড়ি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আটজন আহতদের মাঝে এই চেক হস্তান্তর করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
অনুদানপ্রাপ্তরা হলেনÑ মধ্যম কাউয়ারখোপ ইউনিয়নের ফিরোজ মিয়া, রাজারকুল ইউনিয়নের পশ্চিম হালদারকুলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান, রাবেতার থোয়াইঙ্গাকাটা এলাকার মিজানুর রহমান, গর্জনিয়া ইউনিয়নের ক্যাজরবিলের মোবারক, কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলি গ্রামের শাহরিয়ার শাহিন, খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি কালাম, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালীর সাইফুল এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার সাখওয়াত হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈয়বুর রহমান, ছাত্র প্রতিনিধি মঈনুর রশিদ, যায়েদ বিন আমান প্রমুখ।