× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ১৫

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:৫৪ পিএম

আপডেট : ০১ জুন ২০২৫ ২১:২১ পিএম

কমলগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ১৫

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের বাগড়াবাড়ি এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে মুখোশধারী ১৫ থেকে ২০ সদস্যের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে ২০ থেকে ২৫টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও মোটরসাইকেল থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে এবং নগদ অর্থ, মোবাইল ফোনসহ মালামাল লুট করে নেয়।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের মধ্যে রয়েছেনÑ অপু দাস, আরিফুল ইসলাম, ওয়াজিদ মিয়া, মেরাজ মিয়া, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদ ও সুমিত আলী।

ভুক্তভোগীরা জানান, ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে গাড়িগুলো থামায় এবং যাত্রীদের জিম্মি করে লুটপাট চালায়। কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী প্রাইভেট কারের যাত্রী অপু দাস ও ওয়াজিদ মিয়া বলেন, আমরা রাত ৯টার দিকে বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে মুখোশধারী ডাকাত দল আমাদের গতিরোধ করে। ধারালো দা ও অস্ত্র দেখিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়। একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, আমার সঙ্গে থাকা নগদ টাকা ও ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।

ঘটনার খবর পেয়ে রাত ১০টার পর কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে এবং আটকে পড়া যানবাহনগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, আমাদের এখানে চিকিৎসা নিতে আসা আহত ৮ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ডাকাতির ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে পুলিশের একটি দল আহতদের উদ্ধার করেছে এবং ডাকাতদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা