× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:৪৮ পিএম

নিহত প্রদীপ বৈদ্য।

নিহত প্রদীপ বৈদ্য।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য (২২) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ৮টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার ইরানি থানার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ১৮৫২ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত প্রদীপ বৈদ্য শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামের বাসিন্দা শৈলেন্দ্র বৈদ্যের ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

নিহত প্রদীপের বড়ভাই জয়ন্ত বৈদ্য জানান, শনিবার বিকাল ৫টায় প্রদীপ বাজারের উদ্দেশে বের হয়। কিন্তু রাতে বাড়ি না ফেরায় আমরা ইউপি সদস্যকে নিয়ে আমাদের স্থানীয় বিজিবি ক্যাম্পে যাই। সেখানে ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে কথা বলায় বিজিবি সদস্যরা জানান, প্রদীপ নিখোঁজের বিষয়ে তারা কিছুই জানেন না।

তিনি আরও বলেন, আমরা বিশেষ সূত্রে জানতে পারলাম আমার ভাইকে বিএসএফ শনিবার রাতেই মেরে ফেলেছে। আমার ভাই ভারতের কৈলাশহর হাসপাতালে আছে। আমরা লাশ আনার জন্য প্রশাসনের সহযোগিতা চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জয়নুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে প্রদীপ মারা গেছে বলে শুনেছি। নিহত প্রদীপ খুবই দরিদ্র পরিবারের লোক। নিহতের বড়ভাই জয়ন্ত বৈদ্যকে নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ছাড়া বিষয়টি স্থানীয় দত্তগ্রাম বিজিবি ক্যাম্পে অবগত করেছি। প্রদীপের মরদেহ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রয়েছে।

কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, নিহত প্রদীপের পরিবারের পক্ষ থেকে বিএসএফের গুলিতে প্রদীপ নিহত এবং লাশ ভারতে নিয়ে যাওয়ার তথ্য জানানো হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে কুলাউড়া থানা পুলিশকে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া জানান, ঘটনাটি সীমান্তবর্তী জিরোলাইনে ঘটেনি বলে আমরা জেনেছি। ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা