গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:১৬ পিএম
আপডেট : ০১ জুন ২০২৫ ২০:২২ পিএম
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা প্রতিদিনের মতো সকালে অফিসে যায়। পরে কারখানার পানি পানের পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি আলী মোহাম্মদ রাসেদ বলেন, কারখানার পানি পান করে ৮০ থেকে ৯০ জন শ্রমিক অসুস্থ হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস চৌধুরী বলেন, কিছু শ্রমিক অসুস্থবোধ করেন। পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তারা বলছেন, পানি পান করে অসুস্থ হয়েছে কিন্তু আমাদের কারখানা হাইজিং মেইনটেইন করে থাকি। তারা সবাই এখন সুস্থ। এক দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।